1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীর পলাশে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাধবদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন !! ৪ আসামী আটক মাধবদীতে নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চৌয়া দারুল হুদা ক্বওমী ও হিফজ মাদ্রাসার কমিটি গঠন কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন

নরসিংদীতে এনসিসিআই এর নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময়: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ জন দেখেছেন

 

সুমন পালঃ নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) ১২তম নির্বাচন সম্পন্ন হয়েছে আজ ২১ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে ভোট গণনার মধ্য দিয়ে ফলাফল ঘোষনার মাধ্যমে শেষ হয়। নরসিংদী চেম্বার ভবন ও নরসিংদী বিয়াম জিলা স্কুলের ১০টি কক্ষের ১০টি বুথে এই ভোট গ্রহণ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন কামরুল ইসলাম।নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস জানান, নির্বাচনে দুই শ্রেণির মোট ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন। এর মধ্যে ১২ টি সাধারণ শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন এবং ৬ জন সহযোগী শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন।  ফলাফল অনুয়ায়ী সাধারণ শ্রেণীতে পরিচালক পদে নির্বাচিতরা হলেন, আব্দুল মোমেন মোল্লা (১০৭৬), কাজিম উদ্দিন (১০৪৭), নাজমুল হক ভুইয়া (১০৪৪), আল-আমিন রহমান (১০৪৩), মোতালিব হোসেন (১০৪০), এনামুল হক মনির (১০১০), দেলোয়ার হোসেন দুলাল (৯৯৭), রফিকুল ইসলাম (৯৯৩), মাহমুদুল হাসান শামীম নেওয়াজ (৯৭১), রাসেল বিন হাসানাত (৬৯০), ফয়সাল আহমেদ (৯০৭) এবং পরেশ সূত্রধর (৯০৫ ভোট)।
সহযোগী শ্রেণীতে নির্বাচিতরা হলেন, হাসিব আহমেদ মোল্লা (৬৮৪), আনিসুর রহমান ভুইয়া (৬২৮), সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু (৬২৬), শহিদুল ইসলাম পলাশ (৬১৮), সাইফুল ইসলাম জাহিদ (৫৮২) এবং আসাদুজ্জামান (৫৬৫ ভোট)। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫ শত ৫৩ জন। এরমধ্যে সাধারণ শ্রেণির ভোটার সংখ্যা ১ হাজার ৫ শত ৬৬ ও সহযোগী শ্রেণির পরিচালক পদে ভোটার ৯ শত ৮৭ জন। এরমধ্যে ৭৪ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.