সুমন পালঃ মাধবদীতে এক কিশোরের পায়ের সামনে থুতু ফেলার জেরে অপর কিশোর মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭) কে কুপিয়ে গুরুতর আহত করার দিন গত ১২ নভেম্বর শনিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোর মারা যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে তাকে কোপানোর ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ। নিহত কিশোর মোবারক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরসহ আরও ১০/১২ জন কিশোর একই চায়ের দোকানের সামনে ওত পেতে থাকে। দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় মোবারকের ওপর হামলা করে তারা। একপর্যায়ে তারা চাপাতি, ছুরি ও দা দিয়ে মোবারককে উপর্যুপরি কোপাতে থাকে। আশপাশের লোকজনের সামনেই এ ঘটনা ঘটে, তবে কেউ এগিয়ে আসেননি। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মোবারক মাটিতে লুটিয়ে পড়ে। এ অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় কিশোরেরা। পরে আশপাশের লোকজন এসে মোবারককে উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উক্ত ঘটনার মাধবদী থানার মামলা নং-১১, তারিখ- ১৩ নভেম্বর, ২০২২। মামলা রজুর পর মাধবদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত এজাহারনামী ৪ জন আসামীকে গ্রেফতার করলেও বাকিরা পলাতক ছিল । তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১০ ডিসেম্বর এজাহার নামিয় ১নং আসামি মোঃ ইয়াসিন (২০), ও ২নং আসামী সজল(১৯) কে আটক করে এসআই বেলাল উদ্দিন ফকির। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।