সুমন পালঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার আয়োজনে আজ ১৯নভেম্বর শনিবার বার্ষিক লঞ্চ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নৌপথে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সভাপতি হাজী মোঃ ছবির মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার নির্বাহী সভাপতি আলহাজ্ব আল আমিন রহমান। বার্ষিক লঞ্চ ভ্রমণের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। বার্ষিক লঞ্চ ভ্রমণ বাস্তবায়ন কমিটির আহবায়ক, বাংলাদেশ মানবাধিকার কমিশন মাধবদী থানা শাখার সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ খবির উদ্দিন তালুকদার এর তত্বাবধানে ভ্রমণে অংশ হিসেবে সংগীতানুষ্ঠান, কৌতুক, সংগঠনের পক্ষ থেকে ক্রেষ্ট ও মগ এবং র্যাফেল ড্র এর ব্যবস্থা করা হয়। বার্ষিক ভ্রমণে নরসিংদী জেলা শাখা, নরসিংদী সদর উপজেলা শাখা, মাধবদী থানা শাখার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন কমিটির কর্মী বৃন্দ অংশগ্রহণ করেন।