সুমন পালঃ নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশক্রমে মাধবদী থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান এর দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা কালে গত ৭নভেম্বর রাতে এসআই শাহ আলম খান, এএসআই মোঃ হারেছ মিয়া, এএসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স সহ চোলাই মদ সহ শামসুল আলম(৪৪) নামে একজনকে আটক করে। আটক কৃত শামসুল মাধবদী থানার কুড়েরপাড় এলাকার মৃত আঃ আজিজ এর ছেলে। মামলা সূত্রে জানাযায় মাধবদী এলাকার আনন্দী মোড় সংলগ্ন ব্রীজ এর পাশে থেকে শামসুল আলমকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৫লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাধবদী থানায় মামলা নং ৮।