নরসিংদী প্রতিনিধি: প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য হয়রানি এবং তাদের জীবিকার্জনের জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন ‘জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব)-এর নেতৃবৃন্দ। শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের অডিটরিয়ামে নাসিব আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিমত প্রকাশ করেন।
নাসিব-এর নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ রুস্তম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন শেষে এ বিষয়ের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আসাদুল হক পলাশ, সহসভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির শাহ্, সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, নাসিবের কেন্দ্রীয় সহ- সভাপতি মনিরুজ্জামান স্বপন, সহ-সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান বলেন, আইন হওয়া উচিৎ প্রান্তিক ও গরীব মানুষের কথা চিন্তা করে। ভাসমান, বেকার, অসহায় গরীব মানুষকে ট্যাক্স আওতায় আনা ঠিক হবে না। টেক্স হওয়া উচিৎ ধনিদের উপর, যে ব্যবসায়ীর নিজস্ব দোকান আছে, ঘর আছে এবং পাইকারী বিক্রেতাদের। খুচরা গরীব মানুষের জন্য নয়। প্রস্তাবিত এ আইন গরীব জনগোষ্ঠি মারা আইন বলে আমি মনে করি। এটা যেন মরার উপর খাড়ার ঘা। ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের লাইসেন্স না থাকাটাই উত্তম।’
অপরদিকে সংবাদ সম্মেলনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ রুস্তম আলী বলেন, স¤প্রতি সকল ক্ষুদ্র ব্যবসায়িদের লাইসেন্স করা বাধ্যতামূলক, ধুমপান এলাকা ব্যবস্থা বিলুপ্তিকরণ, খুচরা সিগারেট শলাকা নিষিদ্ধ করণ, পাবলিক প্লেসের সংজ্ঞায় চায়ের দোকান অন্তুর্ভুক্তিকরণ, বিক্রয়স্থলে তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধকরণ, ফেরি করে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধকরণ এবং সার্বিকভাবে জরিমানার পরিমান মাত্রাতিরিক্ত বৃদ্ধিকরণ সহ মোট ৭ টি আইনের খসড়া তৈরী করেছে সরকারের স্বাস্থ্যমন্ত্রণালয়। যা অতিক্ষুদ্র ব্যবসায়িদের জন্য হুমকি স্বরুপ। এই খসড়া প্রণয়ন করা হলে ১৫ লক্ষ প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ি ও খুচরা বিক্রেতা বেকার হবে এবং তাদের পরিবারের সদস্যসহ প্রায় ৮০ লক্ষ নিম্ন আয়ের মানুষের দৈনিক জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া অবৈধ পণ্যে বাজার সয়লাব হবে এবং সরকার রাজস্ব হারাবে। এই অবস্থায় প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়িদের বাচাতে নতুন এই আইন প্রণয়ন না করার দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্পে সম্পৃক্ত ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
#