1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার’ অনুষ্ঠিত নরসিংদীর পলাশে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত মাধবদীর বাবুরহাটে কিশোরী হত্যার রহস্য উদঘাটন !! ৪ আসামী আটক মাধবদীতে নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চৌয়া দারুল হুদা ক্বওমী ও হিফজ মাদ্রাসার কমিটি গঠন কাজৈর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা মাধবদী কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের বিরুদ্ধে অপ প্রচারের প্রতিবাদে প্রেস ব্রিফিং হৃদয় বাংলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ জাকির হোসেন ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্বোধন

রায়পুরায় অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আটক

  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৪৬ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রায়পুরায় মাদক ও অস্ত্রসহ আসাবুদ্দীন (৫৫) নামে একজন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আসাবুদ্দীন উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের আঃ রহমানের ছেলে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানের নির্দেশনায় এস আই পরিতোষ ও এএসআই নাদিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বেচাকেনার সময় পূর্ব থেকে উৎপেতে থেকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সোবহানপুর নামক স্থান থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে মাদকসহ একটি ওয়ান সোটার গান ও নীল রঙের একটি সীসা কারতুজ উদ্ধার করে পুলিশ। এছাড়াও রায়পুরা থানায় মাদকসহ একাধিক মামলার আসামি সে। আসাবুদ্দীনের বাড়ী শ্রীনগর হলেও সে বসবাস করতো বাঁশগাড়ী সোবহানপুর, চরমধূয়া ও নীলক্ষার মাঝখানে নদীতে ইঞ্জিনবাহী নৌকায়। এলাকাবাসী জানায়, আসাবুদ্দীন আন্ত:জেলার একজন ডাকাত দলের সক্রিয় সদস্য। এর আগেও বাঁশগাড়ী এক স্বর্নের দোকানে ডাকাতি করতে গিয়ে তার আপন বড় ভাই ইব্রাহিমসহ পাঁচজন গণপিটুনিতে নিহত হন। সেদিন আসাবুদ্দীন প্রানে বেঁচে যায়। এই ঘটনার পর কিছুদিন ঘা ডাকা দেন আসাবুদ্দীন। পরে শুরু করেন অস্ত্র ও মাদকের ব্যবসা এবং বিভিন্ন প্রবাসী পরিবারে চাঁদাবাজী। তার এমন জগন্ন কর্ম কান্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গত রবিবার (২৬শে জুন) সন্ধায় ওই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান সহ থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং পাশাপাশি অচিরেই আসাবুদ্দীনের সহযোগী ফজলুকেও গ্রেফতারের দাবি জানান তারা। ঘটনার সততা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, দূর্ঘম চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আসাবুদ্দীনকে অস্ত্র ও গুলি সহ আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অস্ত্র মামলা রুজু হয়েছে। মামলা নং ৩৭(২৬-৬-২২)। এসময় তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.