1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে জমাতায়াতের এমপি প্রার্থীর গনসংযোগ মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায়দের মধ্যে খাবার ও নগদ অর্থ বিতরণ নিখোজের ৪০ ঘন্টা পর বালু নদী থেকে শান্তর লাশ উদ্ধার মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান লাগামহীন মোটরসাইকেল, ১৫ দিনেই ঝরল ৬ তরুণ প্রাণ বন্ধন জনকল্যান সংস্থার আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে মাদক সহ একজন আটক মাধবদীতে ক্রেতা সংকট: রাস্তায় পচছে কোরবানির চামড়া মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে চুরি হওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ হস্তান্তর করলো অ্যাডভোকেট মনসুর আলী শিকদারকে

মাধবদীতে কার্টুনের প্রতারণায় মিষ্টি ক্রয় করে ঠকছে ক্রেতা।

  • আপডেট সময়: শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩১৩ জন দেখেছেন

 

মকবুল হোসেন , মাধবদী নরসিংদীপ্রতিনিধি ঃ মাধবদী বাজারে কিছু অসাধু ব্যবসায়ী বেশী লাভের আশায় অতিরিক্ত ওজনের কার্টুনে মিষ্টি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। বেশি ওজনের কার্টুনে মিষ্টি বিক্রি করার ফলে ক্রেতা তার নায্য পরিমাণ থেকে বঞ্চিত হচ্ছে। এতে অতিরিক্ত পরিমাণে মুনাফা করছে মিষ্টি ব্যবসায়ীগণ। গতকাল ১০ জুন মাধবদী বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে গিয়ে দেখা যায় ব্যবসায়ীরা প্রায় ২২০ থেকে ২৪০ গ্রাম ওজনের কার্টুনে মিষ্টি বিক্রি করছেন। এছাড়াও তাদের দোকানে ১৭০ গ্রাম, ১৪০ গ্রামসহ নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে মাত্র ৬০ গ্রাম বা ৬৭ গ্রাম ওজনের কার্টুন রয়েছে। নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের নামে ৬০ গ্রাম বা ৬৭ গ্রাম ওজনের কার্টুনগুলো শুধুমাত্র আইনী জটিলতা থেকে বাঁচার জন্য সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীগণ। এই কার্টুনে তারা মিষ্টি বিক্রি করছেনা।
মাধবদী বাজারের দীপা সুইটমিট, পিপাসা সুইটমিট, জলখাবার সুইটমিট, মুসলিম সুইটমিটসহ বেশ কিছু দোকানদার ক্রেতাদের সাথে এমন প্রতারণা করছে।

এবিষয়ে দীপা সুইটমিটের মালিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাস্টমারের কাছে ৮০ গ্রাম কার্টুনে মিষ্টি নিলে ২২০ টাকা কেজি ও ২২০ গ্রাম ওজনের কার্টুনে মিষ্টি নিলে ১৬০ টাকা কেজি বলেই বিক্রি করি। দোকানদারের কাছে ৮০ গ্রাম ওজনের কার্টুন দেখতে চাইলে তিনি তার দোকানে নেই বলে জানান। তারপর দোকানদার আর কোনো সঠিক উত্তর দিতে পারেনি।

এবিষয়ে পিপাসা সুইটমিটের মালিক বলেন সুইটমিট সমিতির পক্ষ থেকে ৫০ গ্রাম ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করতে বলা হলেও কিছিু কিছু দোকানদার বেশি ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করায় আমিও করি। আজ থেকে আমি আর বেশি ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করব না।

বিষয়টি সম্পর্কে জানতে মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের কাছে ফোন করলে তিনির ফোন রিসিভ হয়নি।

এবিষয়ে সুইটমিট সমিতির সাধারন সম্পাদক চন্দন কুমার সাহা বলেন দোকানদারদের সঠিক ওজনের কার্টুন দিয়ে মিষ্টি বিক্রি করার কথা হলেও তারা আমাদের কথা শুনে না। তারা বেশি ওজনের কার্টুন দিয়েই মিষ্টি বিক্রি করছে।

মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন এরকম হয়ে থাকলে আপনারা অবশ্যই নিউজ করেন।

মকবুল হোসেন মাধবদী নরসিংদী

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.