সুমন পালঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, প্রতিবন্ধীদের মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধী উপবৃত্তি ভাতাবহি এবং হুইল চেয়ার বিতরণ আজ ১৪ ফেব্রুয়ারী সোমবার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা সমাজ সেবা অফিস ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন সমাজ সেবা কর্মী নুরুন নাহার বেগম, সাবেক ইউপি মেম্বার বেলায়েত হোসেন, ইউপি সদস্য মোঃ আতাউর ভূইয়া, আহসান উল্লাহ মিয়া, আব্দুল মজিদ, মোঃ সেলিম মিয়া, মোঃ মাসুদুর রহমান, মোঃ আবু তাহের, মোঃ দানিছুর রহমান, কামরুল আহসান তুহিন, নিতিশ চন্দ্র বণিক, রাজিয়া বেগম, লিপি বেগম, নিলুফা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ২টি হুইল চেয়ার, ১৭ মেধাবীকে প্রতিবন্ধীকে উপবৃত্তি, ১শত জনকে বয়স্ক ভাতা, ৫৯জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।
##
সুমন পাল