নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী শিবপুর নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন জিনিয়া জিন্নাত। তিনি গত রোববার শিবপুর উপজেলায় যোগদান করেন। বুধবার (১৯ জানুয়ারি) ইউএনও জিনিয়া জিন্নাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিবপুর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম ভূইয়া রাখিন,নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ বুলেটি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়া.সহ-সাধারণ সম্পাদক মনজিলে মিল্লাত,কামাল হোসেন,আমাজাত হোসেন,শিবপুর প্রেসক্লাবের সভাপতি খোরর্শেদ আলম ও মানব অধিকার কমিশনের নরসিংদী জেলার সভাপতি মানিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নতুন ইউএনওকে ফুলের শুভেচ্ছা জানান তারা পরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকা প্রাদন করেন নরসিংদী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকা ও মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান।