সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ ৫নভেম্বর শুক্রবার যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন।
নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ
এর নির্দেশনায় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাট আমিনুল ইসলাম এর নেতৃত্বে সারাদিন চরদিঘলদী ইউনিয়নের বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক দেশীয় তৈরী অস্ত্র টেঁটা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে অংশ নেয় মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান ও অন্যান্য পুলিশ সদস্য, বর্ডার গার্ড এর সদস্য ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিপির সদস্যরা।
আসন্ন চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।
##
সুমন পাল
মাধবদী নরসিংদী