1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
নিখোজের ৪০ ঘন্টা পর বালু নদী থেকে শান্তর লাশ উদ্ধার মাধবদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান লাগামহীন মোটরসাইকেল, ১৫ দিনেই ঝরল ৬ তরুণ প্রাণ বন্ধন জনকল্যান সংস্থার আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে মাদক সহ একজন আটক মাধবদীতে ক্রেতা সংকট: রাস্তায় পচছে কোরবানির চামড়া মাধবদীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে চুরি হওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ হস্তান্তর করলো অ্যাডভোকেট মনসুর আলী শিকদারকে মাধবদীতে বাস ভাড়া ও রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন: ইয়াহইয়া, ছাত্তার ভূঁইয়া ও আহসান বিজয়ী

ডাঃ অধরা মাধুরী ওয়াদুদ ভেক্সিনেশনের উপর উচ্চতর ডিগ্রী জন্য দেশ ত্যাগ করেছেন।

  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৬ জন দেখেছেন

ডাঃ অধরা মাধুরী ওয়াদুদ গত ২৯ আগষ্ট ভেক্সিনেশনের উপর উচ্চতর ডিগ্রী জন্য স্পেন, বেলজিয়াম, ফ্রান্সের উদ্দেশ্য দেশ ত্যাগ করেছেন।
সে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের অধীন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে ২০১৭ সালে এমবিবিএস পাশ করেন।
সে ২০২১-২০২৩ সালে জেএমডি ইরাসমাস স্কলারশিপ অন লিডিং ইন্টারন্যাশনাল ভ্যাকসিনোলজি এডুকেশন এর ১৭ জন ফান্ডিং জয়ীদের মধ্যে একমাত্র বাংলাদেশী এবং ১ম স্থান অধিকারী। স্কলারশীপটি ৫টি ইউরোপীয় ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যৌথ প্রকল্প, যা ফ্রান্সের লিওন বিশ্ববিদ্যালয় দ্বারা সমন্বিত এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত। স্কলারশিপের আওতায় আগামী দুই বছরের জন্য ভ্যাক্সিনলজি বিষয়ে তার পোস্ট গ্রেজুয়েশন ও ইউরোপের তিনটি দেশে জীবনযাপনের ব্যায় নির্বাহ করবে।
গত বছর সে ইনফেকশন বিষয়ে পড়ার জন্য ইউনিভার্সিটি অফ গ্লাসগো থেকে অফার লেটার পেয়েছিল।
অধরা সক্রিয়ভাবে Costamedic ওয়েবসাইট এর জন্য চিকিৎসা বিজ্ঞান বিষয়ক আর্টিকেল লেখে এবং একটি বিপণন সংস্থার জন্য লেখক হিসাবে খণ্ডকালীন কাজ করে। ভবিষতে দেশের বাইরে থেকে ও লেখালেখির কাজ চালিয়ে যেতে চায়।
এখানে উল্লেখ্য, অধরার স্বামী সালেহ ইউনুস ২০২০ সালের ইউরোপীয় ইউনিয়ন স্কলারশিপ বিজয়ী। সে এখন ফ্রান্সে রয়েছে।
লেখালেখি ছাড়াও অধরার সখ বই পড়া, ভ্রমণ এবং অপেশাদার ফটোগ্রাফির। তার রবিন্দ্র সংগীত শিল্পি হিসেবে সুখ্যাতি রয়েছে। ডা: অধরার বাবা বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পি আব্দুল ওয়াদুদ, মা ফয়জুন্নেছা হক নীনা এক সময়ে দেশ খ্যাত আবৃতিকার ছিল। এ ছাড়াও ডা: অধরা নরসিংদীর ব্রাক্ষন্দী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম ফজলুল হক ভূইঁয়ার (হক স্যার) নাতনী।
সকলের নিকট সে দোয়া প্রার্থী।।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.