সুমন পালঃ
আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পাঁচদোনা শাখার আয়োজনে প্রবীণদের অংশগ্রহণে যুব প্রশিক্ষন কেন্দ্র হল রুমে ২৩ ডিসেম্বর সোমবার দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সদর সাব ডিষ্ট্রিক কোর্ডিনেটর (ISIGOP) নুর মোহাম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আশরাফুল ইসলাম খান, নরসিংদী সদর উপজেলা ইউপিআইও অফিসার মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক সেলিনা আক্তার, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ সঞ্চয় কুমার সাহা, নরসিংদী যুব প্রশিক্ষন কেন্দ্র ডেপুটি কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম, আমদিয়া ইউনিয়ন(ISIGOP) সভাপতি শামীম আহসান দেলু, মহিষাশুড়া ইউনিয়ন (ISIGOP) জিএম মতিউর রহমান, পাচঁদোনা ইউনিয়ন(ISIGOP) সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, রিক মাইক্রোফিন্যান্স আ: হালিম, মনিটরিটিং ফেসিলেটর(ISIGOP) আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি, (ISHC) যুব সৈয়দ মোঃ নাহিদ, আমিনুল ইসলাম, ইয়াসমিন আক্তার সহ রিক এর বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রবীণদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশন করা হয়।