
সুমন পালঃ
নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ১০ জানুয়ারি শনিবার দুপুরে মাধবদী কলেজ মাঠে কম্বল বিতরন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
এ সময় লংকা বাংলা ফাইন্যান্স নরসিংদী শাখা ব্যাবস্থাপক শামীম মাহমুদ এবং মাধবদী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন।
লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং লংকাবাংলা ফাইন্যান্স নরসিংদী শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।