
সুমন পালঃ
মাধবদীর আলগী ইসলামাবাদ এলাকায় ২৪ ডিসেম্বর গভীর রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, আলগী ইসলামাবাদ মেসার্স জুয়েল টেক্সটাইল এন্ড সাইজিং মিলে রাত আনুমানিক ৩টার সময় হঠাৎ করেই আগুন দেখতে পায় কর্তব্যরত শ্রমিকরা। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং সেই সাথে মাধবদী ফায়ার ষ্টেশনে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে। মাধবদী থানা পুলিশ, মাধবদী ফায়ার ষ্টেশনের ২টি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সুতা, ভীব, ইলেকট্রনিক্স প্যানেল, মেশিনারিজ পুড়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে স্থানীয়রা জানান। এবিষয়ে মাধবদী বাজার ফায়ার ষ্টেশন অফিসার মোঃ রায়হান জানান, আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছে ২টি ইউনিটের মাধ্যমে প্রায় চল্লিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলা যাবে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মেসার্স জুয়েল টেক্সটাইল এন্ড সাইজিং মিলের মালিক জহিরুল ইসলাম জুয়েল জানান, তিল তিল করে পরিশ্রমে গড়ে তোলা আমার এ প্রতিষ্ঠান আমার চোখের সামনে পুড়তে দেখেছি, আগুন যেন চোখের পলকে দ্রুত ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় যতক্ষণে আগুন নেভানো হয়েছে, ততক্ষণে মিলের ভেতরে থাকা সুতা, মেশিন, ইলেকট্রনিক যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। এবিষয়ে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং ১২৬৭। তারিখ: ২৪/১২/২০২৫।