শরীফ ইকবাল রাসেল:
বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, নিজের কথাটা নিজের মতো করে বাংলায় বলবে, কেননা বাংলা ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা আমার ভাষা, মায়ের ভাষা, মনির চৌধুরীর ভাষা, বাংলা ভাষা এখন সারা বিশ^বাসীর ভাষা। সারা পৃথিবীতে এমন একটি দেশও পাবেনা যেখানে বাঙালী নাই। যদি বাঙালী থাকে তাহলে সে একটি অক্ষর হলেও বাংলা বলে। যতদুর বাংলা ভাষা ততদুর এই বাংলাদেশ।
তিনি গতকাল নরসিংদীর ড্রিমহলিডে পার্কে অনুষ্ঠিত নরসিংদী মডেল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের ইতিহাস বলে, হাজার বছরের আমাদের সংগ্রাম, সেই সংগ্রামের ফলে ১৯৭১ সালে এসে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই জাতি রাষ্ট্রটি পেয়েছি। উপমহাদেশে আর কোনো জাতি রাষ্ট্র নাই এবং সারা পৃথিবীতে জাতি রাষ্ট্র খুবই কম। যা হাতে গনা যায়। এই যে জাতি রাষ্ট্রটি শনাক্ত করতে পেরেছি তার জন্য বাঙালী হাজার বছর বলবোনা ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ।
নরসিংদী মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো: মাহবুব আলম মোল্লার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ, কবি আসলাম সানী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, মডেল কলেজের রেক্টর প্রফেসর মোহাম্মদ আলী, অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলামসহ অনেকে।
আলোচনা শেষে অতিথি, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।