সুমন পালঃ আজ ১৩এপ্রিল বুধবার মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কে। ইফতার মাহফিলে নরসিংদীর ৫ শতাধিক সেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের এডমিন ও নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মো. আল আমিন রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল কাইউম মোল্লা, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবেদ টেক্সটাইল মিলসের পরিচালক মো. মাহবুবুর রহমান মনির, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক আলহাজ্ব মো. মোতালিব হোসেন, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী মোহাম্মদ রোমান প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা শেষে দেশ ও জনগণের কল্যান কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
##