নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দু:স্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে চিকিৎসা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, থ্যালাসেমিয়া, স্টোকে প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগীদের মাঝে এই চিকিৎসা সহায়তা দেয়া হয়। আজ সোমমবার (১০ জানুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নইম জাহাঙ্গীর সহ অন্যরা। আলোচনা শেষে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে ২৪৭ জন ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।