মুহাম্মদ মুছা মিয়াঃ মাধবদীতে ঘর পেলেন অসহায় দুই গৃহহীন পরিবার। তারা হলেন নরসিংদীর মাধবদী ভগীরথপুর গ্রামের স্বামী সন্তানহীন এতিম বানু বেগম ও মৃত বাচ্চু চন্দ্র শীলের পুত্র শ্রাবন চন্দ্র শীল। নিজস্ব অর্থায়নে ঘর দুইটি নির্মান করে দিয়েছেন মুক্তাদীন ডাইং এন্ড ফিনিশিং এর কর্ণধার মোঃ জাকির হোসেন ভূইয়া। আজ ৮ ডিসেম্বর সকাল ৮টায় নগদ অর্থ ও ঘর দুইটি বুঝিয়ে দেন সুবিধাভোগীদের হাতে। পরে সকলের মঙ্গলার্থে দোয়া পরচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুক্তাদীন ডাইং এন্ড ফিনিশিং এর কর্ণধার ও সামাজিক সংগঠন সূখায়ুর সভাপতি মোঃ জাকির হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব রোমান, পেসিডিয়াম সদস্য মোঃ মনির হোসেন, সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া, ভগীরথপুর গ্রামের আপেল মাহমুদ চৌধুরী, মিজানুর রহমান, আলমগীর হোসেন, সোহরাব হোসেন, টাটাপাড়া গ্রামের আল আমিন চৌধুরী সহ সুখায়ুর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তবর্গ।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী