1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত মাধবদী পৌরসভা ২নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত মাধবদীতে নতুন ঠিকানায় রাধুনী রেস্টুরেন্ট মাধবদীতে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রিক এর আয়োজনে আয় নিরাপত্তার দুই দিন ব্যাপী পুনঃপ্রশিক্ষণ নির্বাচনী সভায় বিএনপির হামলার প্রতিবাদে মাধবদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ভগিরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  নরসিংদীর মাধবদীতে ৯৪ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত

নরসিংদীতে বঙ্গ টিভি’র ৪র্থ বর্ষপূতি পালিত

  • আপডেট সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২২১ জন দেখেছেন

 

সুমন পালঃ বাংলার অহংকার এই শ্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশের আইপি টেলিভিশন জগতে একটি প্রতিষ্ঠিত নাম বঙ্গ টিভি। নরসিংদীতে অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে পালিত হয়েছে বঙ্গ টিভির ৪র্থ বর্ষপূতি অনুষ্ঠান। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নরসিংদীর চিনিশপুরস্থ বঙ্গ টিভির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজের সাধারণ মানুষের পক্ষে থেকে অন্যায়, অত্যাচার, অনাচার, বেবিচার অনিয়ম ও দূর্নীতি চিত্রগুলো তুলে এনে দর্শকদের সামনে উপস্থাপন করাই বঙ্গ টিভির মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। আর এই সব ঘটনা প্রবাহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে সারাদেশের প্রতিনিধিদের মাধ্যমে তুলে এনে সংবাদ প্রচার করে ইতোমধ্যে দর্শক জনপ্রিয়তা পেয়েছে এই আইপি চ্যানেলটি। বাংলাদেশের দর্শকদের জনপ্রিয় এই টিভি চ্যানেলটি হাটি হাটি পা পা করে ইতোমধ্য্যে চার বছর পার করে পঞ্চম বর্ষে পদার্পন করেছে।
বর্ষপূতি উপলক্ষে নরসিংদীতে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গ টিভি’র জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রমজান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি থেকে বঙ্গ টিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি ও এনটিভি’র জেলা প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, ওবায়দুল কবির, মাই টিভির নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠু, নরসিংদী সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, নরসিংদী জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাজমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন ইসলাম (সবুজ), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ শামীম, নরসিংদী জেলা শ্রমিকলীগের কার্যকরী সদস্য রবিউল ইসলাম রবি, সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম সুমন, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি নাহিদ প্রধান, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো.ইদুল ফিতর, নরসিংদী টিভি’র রিপোর্টার ইমরান ।
এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, , সমাজের সঠিক চিত্রগুলো তুলে এনে সংবাদ পরিবেশন করায় অল্প কয়েকদিনে এই টিভি চ্যানেল দর্শকপ্রিয়তা পেয়েছে। দেশের একটি আইপি টেলিভিশন হয়েও তাদের সংবাদ পরিবেশনের ধরণ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর চাইতে কম নয়। বরং দেশের অনেক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের চেয়ে তাদের সংবাদগুলোর ধরণ এবং গুণগত মান অনেক উন্নত। চ্যানেলগুলোর সংবাদগুলো দেখলে কেউ বলবে না যে, এটা কোন আইপি টেলিভিশন চ্যানেলের সংবাদ। বঙ্গ টিভি জনপ্রিয়তায় দেশের আাইপি টেলিভিশনগুলোর শীর্ষে অবস্থান করছে। অমরা এই টিভি চ্যানেলটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.