সুমন পালঃ
মাধবদী বাঁচাও, বাবুরহাট বাঁচাও। বাইপাস মানি না, মানবো না। মাধবদী ও বাবুর হাটকে ধ্বংসের নীল নকশার বিরুদ্ধে প্রতিবাদ সভা মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে অনুষ্ঠিত হয়েছে গত ৭ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে রাইন ওকে মার্কেট সংলগ্ন। মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন আনু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু ছালেহ চৌধুরী। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোশারফ হোসেন। আরো উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান, ডাক্তার জাকারিয়া, আব্দুল বাতেন শাহিন, আনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, বোরহান উদ্দিন, শাহান উল্লাহ, শাহিদুজ্জামান অপু, আব্দুল লতিফ, মজিবুর রহমান, এমদাদুল ইসলাম খোকন, হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সোলাইমান ভূইয়া, আজহারুল ইসলাম, নজরুল ইসলাম সানি, এহতেশামুল হক মাসুম, নুরুল হক, দুলাল ভান্ডারি, খন্দকার মাহাবুব, মাহবুবুল আলম, মোতালিব মিয়া সহ কয়েক হাজার মাধবদী ও শেখেরচর বাসী।