মরহুম সাদিয়া কমিশনারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী
সুমন পালঃ
মাধবদী পৌরসভার চার চারবার নির্বাচিত মহিলা কাউন্সিলর মরহুম সাদিয়া বেগম এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী আজ। ০৪/০৪/২০১৮ইং তারিখে মৃত্যু বরণ করেন তিনি। মাধবদী পৌরসভার (৪,৫ ও ৬)নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছিলেন। জনপ্রতিনিধিত্বের পাশাপাশি তিনি ছিলেন মা ও শিশুদের সেবিকা। দিন ও রাতে সমান ভাবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সর্বদা হাসি মুখে তিনি গরীব-দুঃখীদের সেবা করেছেন। তার মৃত্যুতে মাধবদী পৌর এলাকাসহ আশপাশের এলাকায় নেমে এসেছিল শোকের ছায়া। সাদিয়া বেগম এর মৃত্যুর পর মায়ের আদর্শের পথে হাট শুরু করেন তার মেয়ে ফরিদা ইয়াসমিন। মায়ের মৃত্যুর পর শূন্য হওয়া আসনে জনপ্রতিনিধিত্ব করছেন ফরিদা ইয়াসমিন। মায়ের মতোই দিন-রাত শিশু ও মায়েদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। আপামর সাধারণ জনগণ মেয়ের মাঝেই মরহুম সাদিয়া কমিশনারকে খুজে পান।