নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করে ফের বাড়ি ঘরে হামলা ও লুটপাট করেছে এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ৪২ মামলার আসামী মোশাররফ হোসেন মোশা ও তার বাহিনী।
সোমবার সকাল ৬টার দিকে উপজেলার নাওড়া এালাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে ইয়ামিন, লিখন, নাঈম, শাকিল, আলাল সহ আরো বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা জানায়, কিছুদিন আগে ফেইসবুকে ঘোষণা দেয় মোশাররফ বাহিনীর সদস্যরা, ১৫ রমজানে নাওড়া এলাকায় হামলা করা হবে। ঠিক যেই কথা, সেই কাজ। আজ সোমবার ১৫ রমজানে ভোরে ৬টার দিকে মোশাররফ বাহিনীর অন্তত ৩০/৪০জন সন্ত্রাসী সটগান, রাম দা, টেটা ও বল্লম দিয়ে নিরিহ গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়। কারও পায়ে টেটা বিদ্ধ হয়, কারও হাতে বল্লম বিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। গ্রামবাসী আরো জানায়, ৪২ মামলার আসামী রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ মাদক, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজী সহ ত্রাসের রাজত্ব কায়েম করতে কিছুদিন পরপরই নিরিহ গ্রামবাসীর উপর হামলা চালায়। এসব হামলায় এ পর্যন্ত গ্রামের অন্তত কয়েকশ মানুষ আহত হয়েছেন। তবুও দেখার যেনো নেই কেউ। কয়েকটি ঘটনায় মামলা হলেও সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় আদালত থেকে জামিনে বেরিয়েই ফের মাদক, ভূমিদস্যুতা, চাঁদাবাজী সহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এতে বাঁধা দিলেই নিরিহ গ্রামবাসীর উপর হামলা চালায়। আবার তারাই মিথ্যা মামলা দিয়ে গ্রামের মানুষজনদের হয়রানি করে। নিরিহ গ্রামবাসী মোশা বাহিনীর হাত থেকে মুক্তি চায়।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন জানান, হামলার ঘটনায় আটজন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বলে হাসপাতাল সূত্রে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।’