মাধবদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারের ব্যবসায়ীকে মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়েছে আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামের ছবির মিয়া।
পাকুরিয়া বাজারের মেসার্স ভাই বোন ট্রেডার্স এর মালিক আবু বকর সিদ্দিক জানায়, বিগত কয়েকদিন যাবত ছবির মিয়া আমার কাজে নানা ভাবে বাধা প্রদান করে চাঁদা দাবী করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমার মোবাইল ফোনে কল দিয়ে দুন্দলপাড়া ব্রিজের কাজ না করার জন্য বলে, আমি তাকে কাজ না করার কারণ জানতে চাইলে সে আমাকে বলে, তোকে না করছি কাজ করার জন্য তুই করবি না, আমার কথা না শুনলে, আমার মাথা গরম করলে তরে যেন পামু হেনই বাইরামু। এ ওয়ার্ডের মধ্যে তর কোন বাপ থাকলে কইছ আমারে কইতো। আবু বকর সিদ্দিক ইট বালুর ব্যবসার সাথে জড়িত। আমদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বৈলাইন গ্রামের বারেক মিয়ার ছেলে ছবির। ছবির এর এমন হুমকির পর আবু বকর সিদ্দিক আতংকিত ও জীবনের নিরাপত্তা হীনতায় ভোগছে। সে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছে।