শরীফ ইকবাল রাসেল নরসিংদী প্রতিনিধি :
নরসিংদী জেলা পুলিশের ব্যবস্থাপনায় নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
আজ শনিবার (১৭ জুলাই) বিকেলে নরসিংদী স্টেডিয়ামে এক হাজার দুস্ত পরিবার এবং নরসিংদী পৌরসভা আন্ত:জেলা বাস টার্মিনালের ৫ শতাধিক মোটর শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চেম্বার প্রেসিডেন্ট আলী হোসেন শিশির এর সভাপতিত্বে শিল্পমন্ত্রী এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জেলা প্রশাসক আবু নঈম মারুফ খান ও পুলিশ সুপার এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পরে নরসিংদী আন্ত:জেলা পৌর বাস টার্মিনালে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম নেওয়াজ, ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন, পরিচালক আল আমীন রহমান, নাজমুল হক, আনিছুল হক সহ অন্যান্য পরিচালক, ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দ ।
#