নিজস্ব প্রতিনিধি:
“আপনার চোখকে ভালোবাসুন, কর্মস্থলেও” এই প্রতিপাদ্যে নরসিংদীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় ও ঢাকা প্রোগ্রেসিভ লাইন্স চক্ষু হাসপাতালের আয়োজনে সাইডসেভার্সের সহায়তায় র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: নুরুল ইসলাম। এসময় আরও উপস্তিত ছিলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: সৈয়দ আমিরুল হক শামীম, শিবপুর উপজেলা স্থাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: ফারহানা আহমেদ, নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আবুল বাশার ও ঢাকা প্রোগ্রেসিভ লাইন্স চক্ষু হাসপাতালেরেইনক্লোসন অফিসার আ: রহিম সহ অন্যরা।
আলোচনায় চোখের বিষয়ে আরও বেশী যত্ন নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়।