মাধবদী সংবাদদাতাঃ
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নেহাব গ্রামে এ মারামারির ঘটনা ঘটেছে। মাধবদী থানায় অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, বিগত দেড় মাস পূর্বে খায়রুল মিয়া(২৫) প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আসে। দেশে আসার পর থেকে একই এলাকার মিজানুর রহমান এর ছেলে মোঃ প্রান্ত(২২), মিন্টু মিয়ার ছেলে মোঃ রায়হান(২৩), সিপু মিয়ার ছেলে সৈকত মিয়া(২০), জিয়ান(১৯) পিতা অজ্ঞাত সহ অজ্ঞাতনামা ৩/৪ জন খায়রুল এর কাছ থেকে নগদ টাকা অথবা মোবাইল ফোন দাবি করতে থাকে। খায়রুল মোবাইল ফোন অথবা টাকা দিতে অস্বীকার করলে গত ২০ আগষ্ট দুপুরে নেহাব বেলাদী জায়দুলের মুদি দোকানের সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা উল্লেখিত আসামীরা দেশিয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে খায়রুলের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। খায়রুলকে বাঁচাতে গিয়ে মজনু মিয়া (৬০) এগিয়ে আসলে তাকেও মারপিট করে পা ভেঙে ফেলা হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।