1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে প্রবীণদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত নরসিংদীতে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত মাধবদী থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা ২৪ ও ৭১ এর চেতনাকে ধারণা করে নতুন বাংলাদেশ বিনির্মানে বিজয় দিবসকে অর্থবহ করে তুলতে হবে— ইসলামী আন্দোলন মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত শেখেরচর বাজার বণিক সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। খোর্দ্দনওপাড়া দারুল ফোরকান মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মাধবদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ এর মতবিনিময় আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রিক এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা

যথাযোগ্য মর্যাদায় নরসিংদীতে প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ জন দেখেছেন
smart

নিজস্ব প্রতিনিধি:
“অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ; প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মানে উদ্ভাবনের ভূমিকা” এই ম্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে ৩১তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
দিবসটি উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সার্কিট হাউজে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবনুল হাসান ইভেন।
নরসিংদী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: মিজানুর রহমান, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, লায়ন্স চক্ষু হাসপাতালের ইনক্লোসন কর্মকর্তা আব্দুর রহিম, অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান জাকির, পিডিএস এর নির্বাহী পরিচালক তাজুল ইসলাম, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার, পিএমএসটিসি’র নির্বাহী পরিচালক শরীফ ইকবাল রাসেল ও স্পন্দন সংস্থার বিল্লাল হোসেনসহ অন্যরা।
সমাজসেবা কার্যারয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা সুরভী আফরোজ এর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নইম জাহাঙ্গীর, সদর হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা দৃষ্টিপ্রতিবন্ধী শুক্লা বিশ্বাস, আব্দুল সাত্তারসহ বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা।
এসময় বক্তারা এই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মূল শ্রোতধারায় ফিরিয়ে আনতে প্রশাসন ও প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ এর প্রচেষ্টায় এই সেক্টরটি অনেক দুর এগিয়েছে বলে জানান। এছাড়া আরো এগিয়ে নিতে সরকারী সহায়তা কামনা করা হবে বলেও জানানো হয়। কারন এই শ্রেণীর ব্যক্তিরা সুবিধা পেলে অনেক কিছুই করতে পারে। আলোচনা শেষে সুবিধা বঞ্চিত ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.