সুমন পালঃ নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের গদাইরচর গ্রামে এ নেক্কার জনক ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে জানাযায়, গত ১৬ জুলাই সকাল সাড়ে ৯টায় তুষার তাদের পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে ধারালো রাম দা নিয়ে বোরহান উদ্দিন এর বসত বাড়ীতে হামলা চালিয়ে টিনের বেড়া, বাঁশের সিড়ি ও ফসলী জমিতে লাগানো ২৫টি ফলজ ও বনজ গাছ কর্তন করে। এসময় বোরহানের স্ত্রী প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এতে করে বোরহান উদ্দিন এর অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ বিষয়ে এলাকার লোকজনের সাথে কথা বললে তারা জানায় তুষার একজন মাদক সেবী ও বিক্রেতা। মাদক বিক্রির দায়ে বেশ কিছু দিন আগে প্রশাসনের লোক তাকে গ্রেফতার করে ছিল। বোরহানের পরিবার বর্তমানে আতংকের মধ্যে দিনাতিপাত করছে। অভিযোক্তরা হলো, মৃত নোয়াব আলী প্রধান এর ছেলে মাইন উদ্দিন (৫৫), মাইন উদ্দিন এর ছেলে তুষার মিয়া(৩২)।