নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি।
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন এর কমিশনার জনাব শফিকুল ইসলাম পিপিএম(বার) প্রমূখ।
নিসচা কেন্দ্রীয় কমিটি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শাখার সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবের আ: সালাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন, শিবপুর উপজেলায় সেলাই মেশিন পেয়েছেন এক জন পরে আরও পাবেন। আজকে এখানে ই। জনসচেতনতাই বাস্তবায়নের সূচনা।