মাহাবুবুর রহমান :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ ও নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল সোমবার নরসিংদী জেলা বিএনপি চিনিমপুরস্থ অস্থায়ী কার্যালয়ে সমাবেশের আয়োজন করে।
উক্ত সমাবেশ চলাকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহ শতাধিক নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ।
খায়রুল কবির খোকন জানান, বিএনপি নেতাকর্মীদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ করে পুলিশ এসে আমাদের ৭ জন কর্মীকে আটক করেছে।
এব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, যেহেতু বিএনপি সমাবেশ এ কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
নিরাপত্তার স্বার্থে কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে আমরা সমাবেশ স্থল থেকে কাউকে গ্রেফতার করিনি।
#
মাহাবুবুর রহমান
নরসিংদী
২২-১১-২৫০২১