হুমায়ুন মিয়া নরসিংদী :
নরসিংদী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২১_ ২০২২)
সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে শান্তি পূর্ণ, অবাধ ও নিরপেক্ষতার সাথে দুপুর ২টা পর্যন্ত
একটানা চলে।
মোট ভোটার ৫৩ জন এর বিপরীতে ৮টি পদে প্রার্থীদের সংখ্যা ছিল ২৫ জন।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাবিবুর রহমান (২০ ভোট), সিনিয়র সহ সভাপতি, আসাদুল হক পলাশ, সহ সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির শাহ (২২ ভোট), সহ সাধারণ পদে মনজিলে মিল্লাত, কোষাধ্যক্ষ পদে মোঃ জয়নুল আবেদীন (২৯ ভোট), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে এ এইচ ভূইয়া সজল (২৯ ভোট),দপ্তর সম্পাদক এটি এম মোস্তফা বাবর ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), কার্যনির্বাহী সদস্য পদে, বিশ্ব জিৎ সাহা (৩৩ ভোট), শাহিন মিয়া ও আবদুল হান্নান বিজয় লাভ করেন।
প্রিজাইডিং অফিসার ইকবাল কবির সাংবাদিক দের এই তথ্য নিশ্চিত করেন।