মোঃ নুর আলমঃ ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদী কান্দাইল বাসষ্ট্যান্ড এলাকায় আজ (২ জুলাই) দুপুরে কভারভ্যান ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে রিক্সার যাত্রী ও রিক্সা চালক সহ ঘটনা স্থলেই দুই জন নিহত হয়। খবর পেয়ে নরসিংদী ইটাখোলা হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কভার ভ্যানের নিচ থেকে দুই ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করে। মৃত ব্যাক্তিরা হলো কান্দাইল গ্রামের অটো রিক্সা চালক সাব্বির(২০) ও অটো রিক্সা যাত্রী নেক্সট স্পেসেস লিমিটেড কোম্পানীর অপারেটর ফারিকুল(৩১)। পরে হাইওয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।