সুমন পালঃ ” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি ” এ স্লোগানে নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতা এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীদের পরিবারের সদস্য ও আত্নীয় স্বজনদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ২৪ আগষ্ট মঙ্গলবার পাঁচদোনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা
সদর সার্কেল সাহেদ আহমেদ, পাঁচদোনা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সৈয়দুজ্জামান, মাধবদী থানার ইনস্পেক্টর তদন্ত মোহাম্মদ
এমদাদুল হক, মাধবদী থানার ইনস্পেক্টর অপারেশন সালাহ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা থানা কমান্ডার পবিত্র রঞ্জন মহাদেব, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।
এসময় প্রধান অতিথি অপরাধীদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।
পাচঁদোনা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান বলেন কেউ যদি আদালতে আত্মসমর্পণ করে তাহলে তার জামিনের জন্য উকিল ও মোহরির ফি আমি দেব।
##
সুমন পাল
মাধবদী