মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃনরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সফর আলী ভুঁইয়ার ১ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২০ মার্চ বিকাল ৩.৩০ ঘটিকায় মাধবদী মাধবদী এস পি ইন্সটিটিউশন হল রুমে আলোচনা সভা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাধবদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর ১ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম হিরু বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভুঁইয়া মাধবদী মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদ মাধবদী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জসিমউদদীন ভূইয়া গোল্ডেন ডাইং এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মনির হোসেন ভুঁইয়া। বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন, সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু হাজি মোঃ ইলিয়াস ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।