নরসিংদী প্রতিনিধি:
করোনার কঠোর লকডাউনে ঘরবন্ধী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নরসিংদী জেলা প্রশাসন। আজ সোমবার সকালে বিয়াম স্কুলে মাঠে প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগী বিতরণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মুশফিকুর রহমান, সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছার, বিয়াম জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সহকারী কমিশনার রেজওয়ান আহমেদ ও অনিকসাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু ও পিয়াজ বিতরণ করা হয়।