
সুমন পাল, মাধবদী(নরসিংদী)প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শ্রী শ্রী গৌর-নিতাই আখড়া ধাম সর্বজনীন দূর্গা পূজা মন্ডব পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি)।
শ্রী শ্রী গৌর-নিতাই আখড়া ধাম সর্বজনীন দূর্গা পূজা মন্ডব কমিটির সভাপতি প্রণব সাহা (লোটন) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (অপারেশন) মো: সাইফুল্লাহ রাসেল (বিএএম, পিএএমএস), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, (বিএএমএস, বিভিএমএস), নরসিংদী জেলা প্রশাসক আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এস এম আক্তারুজ্জামান, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্ট কমিটির সভাপতি দিপক কুমার সাহা প্রিন্স, মাধবদী থানা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি গোবিন্দ সূত্রধর, মাধবদী পৌরসভা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি অপু সাহা সহ পূজা কমিটির নেতৃবৃন্দ।