1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
উত্তর চরভাসানিয়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্তঃসত্ত্বা নারীকে মারধর করে রক্তাক্ত জখম রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবদীতে মহিষাশুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আনন্দ র‌্যালি রিক এর আয়োজনে লিঙ্গ সমতা সংক্রান্ত পরামর্শ সভা পঞ্চগ্রাম সামাজিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন মাধবদী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রামান্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি রিক এর আয়োজনে প্রবীনদের নিয়ে দূর্যোগ ও জলবায়ু সচেতনা মূলক সভা মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজে ৩৬ জুলাই অভ্যুত্থান দিবস পালন

অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৮০ জন দেখেছেন

পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃনরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড পলাশ বনিক পাড়ার তাপস চন্দ্র ভৌমিক(৪৫)ও তার তিন ছেলে জয় চন্দ্র ভৌমিক (২৭),আকাশ চন্দ্র ভৌমিক এবং পলাশ চন্দ্র ভৌমিক এর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও প্রণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মৃত রাখাল চন্দ্র ধরের ছেলে একই এলাকার প্রতিবেশী শিশির চন্দ্র ধর এ অভিযোগ করেন। তিনি জানান,আমাদের বসত ভিটার জায়গা নিয়ে গত ৩ থেকে ৪ বছর যাবত বিরোধ চলছে। এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে একাধিক বার শালিস হয়।স্থানীয় বিচার শালিসে বসত ভিটার উল্লেখিত বিরোধীয় জমি সংক্রান্তে আমার পক্ষে রায় দেন এবং বিবাদীকে বসত ভিটার জমি আমাকে বুঝিয়ে দিতে বলেন। বিবাদীগণ স্থানীয় বিচার শালিসের সিদ্ধান্ত না মানিয়া উক্ত বিরোধীয় জমিতে বসত ঘর নির্মানের কাজ কারার পায়তারা করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই বৃহস্পতিবার বিবাদী তাপস চন্দ্র ভৌমিক ও তার তিন ছেলেকে নিয়ে আমার জমিতে বসত ঘর নির্মানের কাজ করতে থাকলে আমি দেখতে পেয়ে বিবাদীদেরকে কাজ করার জন্য নিষেধ কিরলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।গালিগালাজ করার কারণ জানতে চাইলে তারা আমাকে লাঠি নিয়ে মারতে আসে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ ব্যাপারে শিশির চন্দ্র ধর বাদী হয়ে তাপস চন্দ্র ভৌমিক ও তার তিন ছেলের বিরুদ্ধে ২৫ জুলাই রবিবার পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.