সুমন পালঃ
আমরা মাধবদীবাসী সংগঠনের আয়োজনে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীলসমাজের, ব্যবসায়ী প্রতিনিধি, শহীদদের স্মরণে এবং মাধবদীর সর্বস্তরের মানুষের সম্মানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২৫ মার্চ মঙ্গলবার মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আমরা মাধবদীবাসী সংগঠনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন আনু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। মাধবদী পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ সোলাইমান ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, নরসিংদী জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী ওয়াসিম ও মাধবদী থানা যুবদলের সদস্য সচিব শাহিদুজ্জামান অপু এর তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন শাহিন, মোশারফ হোসেন (সিআইপি), নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা, মাধবদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডা. মোঃ জাকারিয়া, মাধবদী পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর শাখার আমীর মোঃ আমিনুল হক, কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব ইসহাক মিয়া, নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছাদেকুর রহমান গাজী, মাধবদী বাজার বণিক সমিতির সেক্রেটারি আনোয়ার হোসেন, মিজান কমিশনার, মর্নিংসান স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মফিজুল ইসলাম, মাধবদী পৌরসভার সাবেক কাউন্সিলর মকবুল হোসেন প্রমুখ।