1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
তাঁতি দলের ত্যাগী ও নির্যাতিত নেতা মোঃ সোলেমান শেখ মাধবদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান আমদিয়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল। নরসিংদীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাধবদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জুয়েল টেক্সটাইল। ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা মাধবদীতে দুর্যোগ ঝুঁকি প্রশমন ও জলবায়ু পরিবর্তন সভা অনুষ্ঠিত রিক এর আয়োজনে আন্তর্জাতিক সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবসে র‍্যালী অনুষ্ঠিত মাধবদী পৌরসভা ২নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত মাধবদীতে নতুন ঠিকানায় রাধুনী রেস্টুরেন্ট মাধবদীতে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বই পড়ে বই পুরস্কার পেলো একঝাঁক শিশু-কিশোর

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩১৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি:
স্কুল-কলেজ কিংবা কোন সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয় হরেক রকম পুরস্কার। কিন্তু বই পড়ারও যে প্রতিযোগিতা হয়ে থাকে এটা বিরল। তবে বিশ্ব সাতিহ্য কেন্দ্র বই পড়ার প্রতিযোগিতা এদেশে প্রথম শুরু করেন। আর এই বই পড়া প্রতিযোগিতার মাধ্যমে বই পুরস্কার দেয়া হয়ে থাকে। কিন্তু সামাজিক কোনো প্রতিষ্ঠান কর্তৃক এই বই পড়া প্রতিযোগিতার আয়োজন এদেশে বিরল। আবার এই প্রতিযোগিতায় বই পুরস্কার দেয়া হয়ে থাকে। এমন এক আয়োজন করে জেলার পলাশ উপজেলার সুলতানপুরে অবস্থিত প্রগতি পাঠাগার। বিশ্ব সাহিত্য কেন্দ্রের দীর্ঘদিনের সংগঠক শহিদুল হক সুমন ১৯৯৪ সালে গড়ে তোলেন এই পাঠাগারটি।
এবার পাঠাগারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, সাম্যের কবি নজরুল এর উপড় আলোচনা, বর্ষায় গ্রামের দৃশ্য অঙকন, বই পাঠ ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুরস্কার হিসেবে বই তুলে দেয়া হয় ৩২জন শিশু-কিশোরের হাতে।
এউপলক্ষে পাঠাগারের কার্যালয়ে লেখক ও পাঠক আড্ডা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের নরসিংদীর সংগঠক ও নরসিংদী চেম্বারের পরিচালক মো: আনিছুর রহমান ভূইয়া।
পাঠাগারের সভাপতি শহিদুল হক সুমন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আতাউর রহমান, সাংবাদিক শরীফ ইকবাল রাসেল, পাঠাগারের সাধারণ সম্পাদক লোপা ভূইয়া, সদস্য আব্দুল কাদির, শিক্ষক মেজবাহ উদ্দিন ভূঞা, পাঠাগারের সদস্য সৈয়দ শিহাব উদ্দিন, মহশিন মিয়া ও জোবায়ের আহমেদ।
আলোচনা শেষে ৩২জন শিশু-কিশোরের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিগণ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.