সুমন পালঃ
মাধবদী শহর পূজা উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধাম প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে।
শ্রী শ্রী গৌর নিতাই আখড়া ধামের সিনিয়র সহ সভাপতি ও তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী সদর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। মতবিনিময় সভায় মাধবদী পৌর এলাকাসহ আশপাশ এলাকার ১৪টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। মাধবদী শহর পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজন দাস, নরসিংদী জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন আনু, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মো: রিফাত, গৌর নিতাই আখড়া ধাম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কেশব সাহা, সাবেক ক্যাশিয়ার রাম প্রসাদ সূত্রধর, অনুকুল সাহা, নকুল পোদ্দার, প্রনব কুমার সাহা(লুটু), অর্থ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক বিনয় দেবনাথ, বিজয় রায়, অঞ্জন দাস, মনোরঞ্জন সূত্রধর, মনোরঞ্জন পোদ্দার, গৌতম ঘোষ, সিমান্ত দাস, দ্বিপক দাস, মাধবদী শহর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, নরসিংদী শহর যুবদলের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী খান টিটু, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডা. জাকারিয়া, মাধবদী পৌরসভা যুবদলের সভাপতি সোলাইমান ভূইয়া, সাবেক সভাপতি ইঞ্জি: মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জোবায়ের নকীব, নরসিংদী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কাজী ওয়াসিম, মাধবদী থানা যুবদলের আহবায়ক শাহানউল্লাহ, যুগ্ম আহবায়ক আজাহার মিয়া, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান অপু, মাধবদী পৌরসভা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব মো: মাসুম ভূইয়া, পাইকারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মাঈনুল ইসলাম, কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: ইসহাক, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদেকুর রহমান গাজী, নরসিংদী জেলা সেচ্ছা সেবকদলের সভাপতি মো: নাছির, নরসিংদী জেলা মৎসজীবি দলের সিনিয়র সভাপতি আবু সিদ্দিক, মাধবদী থানা সেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব শাহাদাৎ, সাধারণ সম্পাদক মোজাম্মেল, মাধবদী থানা শ্রমিক দলের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মিয়া মো: আ: আওয়াল, মহিষাশুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মাধবদী থানা তাতী দলের সভাপতি কাজী ইয়াকুব, সাধারণ সম্পাদক হাজী আজহারুল ইসলাম প্রধান, মধাবদী শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাবু, কাঠালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সালাউদ্দিন, ছাত্রদল নেতা রানা, রাসেল, আবু বক্কও, আল আমিন, আমিনুল, মোশারফ সহ অন্যান্য সনাতন ধর্মের ভক্তবৃন্দ।