মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদী ভগীরথপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে বেবী ফ্যাশনের কর্ণধার ও ডিস ব্যবসায়ী আলম হোসেন বাদলের বাড়িতে দূর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ৭ আগস্ট রাত ৮টায় এই হামলা হয় বলে জানা যায়। এসময় হামলাকারীরা বাড়িতে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি, মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাড়িতে থাকা সকল ধরনের ফার্নিচার, ব্যবহারের জিনিসপত্র ভাংচুর করে তছনছ করে দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় ২তলা বিশিষ্ট বাড়ির নিচের ফ্লোরের প্রায় ১২টি রুম ও কয়েকটি বাথরুমসহ পুরো ফ্ল্যাটে ব্যপক ভাংচুরের দৃশ্য । প্রতিটি রুম ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বাদলের মা জানান আমার নাতনি মাত্র বেড়াতে বাড়ি এসেছে। পুরুষ মানুষ কেউ বাড়িতে ছিলনা। মহিলারা একরুমে বসে আলাপ-আলোচনা করার সময় হঠাৎ অনেক লোক মুখ বাঁধা অবস্থায় ককটেল ফুটিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ও স্বর্ণ, নগদ অর্থ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। আমরা মহিলারা ও শিশুরা আতংকিত হয়ে কোনো মতে পালিয়ে বাঁচতে পেরেছি।
ঘটনা সম্পর্কে ব্যবসায়ী আলম হোসেন বাদল বলেন, ঘটনার সময় আমি ও আমার ছেলে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। এসময় বাড়ি থেকে খবর আসে কে বা কাহারা আমার বাড়িতে হামলা করেছে। পরে জানতে পারি হামলাকারীরা বাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। হামলাকারীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানকে দখল করে নিতেই এমন হামলা করেছে বলে আমার মনে হয়। ঘটনার পর যেহেতু মাধবদী থানায় পুলিশ নেই তাই সেনাবাহিনীকে ফোন দেই। কিন্তু পরে আর কোনো প্রশাসনের লোক এখনো ঘটনাস্থলে আসেনি।
উল্লেখ্য যে, গত ৫ আগস্ট দেশের সরকার পরিবর্তনের পর থেকে মাধবদী এলাকায় কিছু সন্ত্রাসী বিভিন্ন বাড়িতে হামলা ও লুটপাটে মেতে উঠেছে । থানায় পুলিশের অনুপস্থিতি ও প্রশাসনের দূর্বলতাকে কাজে লাগিয়ে বিভিন্ন লোককে ভয়-ভীতি দেখিয়ে হামলা, লুটপাট ও অর্থ হাতিয়ে নেওয়ার কথা শুনা যাচ্ছে। অনতি বিলম্বে মাধবদীর সাধারন মানুষ, ছাত্রজন্তা, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অপকর্ম বন্ধ করতে আহ্বান জানান।
মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫