1. [email protected] : admin :
  2. [email protected] : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল হাসিমের ২৯তম মৃত্যু বার্ষিকী নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিন্টুর নেতৃত্বাধীন ১৮ পরিচালক নির্বাচিত নরসিংদীতে এসএসসি ৯৪ বন্ধনের পরিচিতি ও মিলন মেলা অনুষ্ঠিত মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ইসকন নিষিদ্ধের দাবীতে উত্তাল ঢাকা-সিলেট মহাসড়ক আমদিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ মাধবদীতে বিরামপুর ৪ নং ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে বিরামপুর রয়েলস বিজয়ী মাধবদীতে জামায়াতের নবগঠিত কমিটির শহর আমীরের শপথগ্রহণ অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সৌজন্য সাক্ষাৎ কান্দাইল বাসস্ট্যান্ড বাজার পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা ও বিএনপির অফিস উদ্বোধন

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতিতে গ্রাহকের হয়রানি চরমে।

  • আপডেট সময়: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৭১ জন দেখেছেন

মুহাম্মদ মুছা মিয়াঃ নরসিংদীর মাধবদীতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কর্ম বিরতির কারণে সমিতির গ্রাহকদের হয়রানী চরমে। কর্মবিরতির ফলে বিদ্যুৎ বিল ও ২৪ ঘন্টা সার্ভিস ছাড়া সকল কাজ বন্ধ রয়েছে । বিদ্যুৎ অফিসের প্রধান দরজায় তালা দিয়ে কর্মবিরতি পালন করছে আন্দোলনকারীরা। ফলে কোনো সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সমিতির গ্রাহকগণ।
আন্দোলনকারীদের পক্ষে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটী জেনারেল ম্যানেজার(টেকনিক্যাল) মোঃ আব্দুল্লাহ আল হাদীসহ অনেকেই জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বন্ধ করতে হবে। স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS একীভূতকরণসহ বিভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করনের দাবি জানান। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আশ^াস না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহক মোঃ ফরহাদ জানান- আমার মিটার সকেটের জন্য অফিসে গিয়েছিলাম কিন্তু অফিসে কর্মবিরতির জন্য আমার মিটার সকেট সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে।

সমিতির গ্রাহক মোঃ মামুন জানান আমার ব্যবহার না করা মিটারে বিল পাঠিয়েছে। আমি সেই বিলটির সমস্যা সমাধানের জন্য অফিসে আসলে জানতে পারি অফিসে কর্মবিরতি চলছে। তাই কাজটি না করেই চলে যেতে হয়েছে।
এছাড়াও নতুন সংযোগের জামানতের টাকা জমাসহ বিভিন্ন কাজের জন্য আসা গ্রাহকরা সেবা না পেয়ে ফিরে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই অফিসের প্রধান দরজায় তালা লাগিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অনেকেই বাহিরে অবস্থান করছেন। দুপুরের সময় দুই দরজার একটির তালা খোলা হলেও কোনো কার্যক্রম চলছেনা। এসময় প্রতিবেদক ছবি নেওয়ার সময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার(অর্থ) মিজানুর রহমান শুভ ও এসিস্ট্যান্ট একাউন্স মোঃ বাবুল মিয়া ছবি নিতে বাঁধা দেয় ও অসম্মানজনক আচরণ করে।
ঘটনা সম্পর্কে জানতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আবু বকর শিবলী জানান আন্দোলন কেন হচ্ছে এটা যারা কর্মবিরতি পালন করছে তাদের নিকট জেনে নিন। তবে আমরা এখন তাদের সাথে মিটিং করেছি যেখানে গ্রাহক সেবা অব্যাহত থাকার সিদ্ধান্ত হয়। যারা অফিসে তালা দিয়েছে ঘটনা জেনে কারা করেছে তার ব্যবস্থা গ্রহণ করব।

মুহাম্মদ মুছা মিয়া
মাধবদী, নরসিংদী।
০১৯১২-৪৮৫০৮৫

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.