স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা মন্ত্রীর নির্বাচনী এলাকা চাদপুরে শিক্ষক নেতাদের বার্ষিক শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে ১০/০৩/২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ভৈরব লঞ্চঘাট হতে এম ভি মান্নত পরিবহনে নদী পথে মেঘনা নদের উপর দিয়ে সন্ধায় চাদপুর বাজারে পৌঁছালে ওয়ার্ড কমিশনার ও চাদপুর জেলা মহিলালীগের সভানেত্রী প্যানেল মেয়র ফরিদা ইয়াসমিন শিক্ষক নেতাদের অভ্যার্থনা জানান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করান। ন্যাশনাল কিন্ডার গার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি জাহানুল হক বাবুল ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও শিক্ষক নেতৃবৃন্দ উন্নয়নে সন্তুষ্ট প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি কে ধন্যবাদ জানান।
এসময় শিক্ষক নেতৃবৃন্দ মহিলালীগ সভানেত্রী ফরিদা ইয়াসমিনের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানান। শিক্ষা সফরে সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোশারফ হোসেন নীলু, ন্যাশনাল কিন্ডার গার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,অর্থসম্পাদক তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জামান ফরাজি সহ মোট ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালক অংশ গ্রহন করেন। পরে পদ্ধা সেতু হয়ে ১২/০৩/২০২৩ তারিখ রবিবার রাত এগারটায় রায়পুরা পান্থশালায় এসে শিক্ষা সফর শেষ হয় বলে জানা যায়।