সুমন পালঃ নরসিংদী জেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদে আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় হল রুমে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় পারস্পরিক শিখন কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলায় সাভার উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সচিবগণের সাথে নরসিংদী জেলার অন্তর্ভুক্ত নরসিংদী সদর উপজেলাধীন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার অমিত প্রান্ত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ঢাকা উপপরিচালক মোঃ আবু জাফর রিপন(পিএএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম,
এলজিএসপি ৩ প্রকল্প(ডিএফ) নরসিংদী জেলা মাহবুবুর রহমান। এছাড়াও অভিজ্ঞতা বিনিময় সভায় সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান ও সচিবগণ এবং মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দানিসুর রহমান দানা এবং ওয়ার্ড মেম্বার আতাউর ভূইয়া, ইউপি সচিব মনির হোসেন
সহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেকে তাদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।