মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদী জেলা মহাফেজখানা দলিল লেখক ও তল্লাশকারক সমিতির নির্বাচনে শাখাওয়াত হোসেন কাজল সভাপতি, হুমায়ূন কবির সাধারণ সম্পাদক এবং জোবায়ের আহমেদ জনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা মহাফেজ খানা ও তল্লাশকারক কার্যালয়ে এ নির্বাচন শুরু হয়ে কোন রকম বিরতি ছাড়া বিকাল ৩ টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ ও গণণা শেষে নির্বাচন কমিশন কর্তৃক বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদিকে ভোটারদের সরব উপস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় দূই ঘন্টা পূর্বে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ শেষ করায় নির্বাচন কমিশনারদের সিদ্ধান্ত মতে সে সময়ই থেকেই ভোট গণণার কাজ শুরু করা হয়। পরে সকল প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করেন তারা। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৭ জন নির্বাচন কমিশনারের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোক্তার হোসেন। এছাড়া বাকী ৬জন নির্বাচন কমিশনার হলেন, মো. নাসির উদ্দিন, মো. হারুন অর রশিদ, মো. তোফায়েল আহমেদ. মো.তাইজ উদ্দিন, মো. সুমন রাহাত ও মো. আরিফ সরকার। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯৩ জন। উৎসব মুখর পরিবেশে সকল ভোটাররা তাদের ভোটাধিকার প্রযোগ করে।