মকবুল হোসেন , মাধবদী নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কলা চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। কৃষকের কলা বাগান মাটির সাথে মিশে গেছে। হাজার হাজার কলার ছড়িসহ গাছ পড়ে আছে মাটিতে। নরসিংদীর কলা বাংলাদেশে খ্যাতি অর্জন করেছে। কলা উৎপাদনে নরসিংদী বাংলাদেশে সেরা। গতকাল সিত্রাংয়ের প্রভাবে সেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন কলা চাষীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় এমনই চিত্র। মাধবদী কবিরাজপুরের কলা চাষী মোঃ আলমগীর হোসেন বলেন আমি ৪ বিঘা জমিতে কলা চাষ করেছি। গতকাল ঝড়ে প্রায় ১৫০০ গাছ পড়ে গেছে। যার ফলে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আরেক কৃষক মোঃ কবির হোসেন বলেন আমি ৫ বিঘা জমিতে কলা চাষ করেছি। কিছু কলা গাছে ছড়ি বের হয়েছে, কিছু গাছে বের হচ্ছে এমন অবস্থায় ঝড়ে সব গাছ ভেঙ্গে গেছে। আমার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কলা চাষী আঃ মান্নান বলেন গতকাল ঝড়ে আমার বাগানের ৭৫ ভাগ গাছ ভেঙ্গে গেছে। ফলে আমি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। নরসিংদীর মাধবদী, তুলসিপুর, কবিরাজপুর, কুঁড়েরপার, সিলমান্দী, নুরালাপুরসহ বিভিন্ন এলাকায় কৃষকরা কলা চাষ করে থাকেন। গতকালের ঝড়ে বহু কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাই ক্ষতি গ্রস্ত কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।