মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ছোট পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়। তার মধ্যে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পন, চিত্র অংকণ প্রতিযোগীতা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। মাধবদী পৌরসভা তথ্য ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে বেলা ১২টায় মাধবদী পৌরসভা হলরুমে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন শিক্ষার্থী চিত্র অংকণ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। মাধবদী পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিকের সভাপতিত্বে দুপুর ২.৩০টায় আলোচনা সভা, চিত্র অংকণ প্রতিযোগীতায় অংশগ্রহন করা বিজয়ীসহ প্রত্যেককে পরুস্কার প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার সচিব মনিরুজ্জামন, ইঞ্জিনিয়ার তুরকুল ইসলাম, মাধবদী পৌরসভার কাউন্সিলর শেখ ফরিদ, মোঃ হেলাল উদ্দিন, নওশের , মোঃ রাজিব , ফরিদা ইয়াছমিন, মনোয়ারা, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, মোঃ ইলিয়াছ প্রমূখ।