মকবুল হোসেন মাধবদী নরসিংদী প্রতিনিধি ঃঅনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জনাব খাইরুল মজিদ মাহমুদ ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি এপেঃ এপেঃ রুহুল মইন চৌধুরী, এপেঃআবদুল মতিন শিকদার,জাতীয় সহ-সভাপতি, এপেঃ ভূবন লাল ভারতী সদ্য অতিত সভাপতি এপেক্স বাংলাদেশ।শুভেচ্ছা বক্তব্য রাখেন এপেঃ প্রফেসর মোহাম্মদ আলী, এপেঃ আর,কে,মল্লিক,লাইফ মেম্বার এপেঃ হাবিবুর রহমান, এপেঃ মোস্তাক আহমেদ ভুঞা, অনুষ্ঠানে ২০২২ সালের সভাপতি হিসেবে এপেঃ আসাদুজ্জামান খোকন কে জাতীয় সভাপতি এপেঃ রুহুল মইন চৌধুরী জুয়েল পরিয়ে অভিষিক্ত করেন একই ভাবে এপেক্স বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ এপেক্স ক্লাব অব নরসিংদির ফাউন্ডার ও চার্টার্ড প্রেসিডেন্ট এপেঃ এড, আসাদুজ্জামান সাহেবকে মরণোত্তর সন্মাননা ক্রেষ্ট গ্রহন করেন তারই সহধর্মিণী শরিফা জামান। সভায় অসহায় ও কম ভাগ্যবানদের মধ্যে সেলাই মেশিন ও একজন হাফেজ পড়ুয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে নরসিংদির ঐতিহ্য লটকন দিয়ে আপ্যায়িত করা হয়। সব শেষে বেতার ও টিভি শিল্পীর কন্ঠে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।