সুমন পালঃ দেশী ব্যাপী যখন মানুষ নারীর টানে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য ঘর মুখো, তখন সেই ঘর মুখো মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্বে পরিবার ছেড়ে দায়িত্ব পালনে ব্যাস্ত মাধবদী থানা পুলিশের সদস্যরা। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান এর নির্দেশনায় ৯ জুলাই এসআই মোঃ আরিফুর রহমান, এসআই মাহবুবুল হক রনি, এএসআই আবু হাশেম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাধবদী থানাধীন দক্ষিণ চৌয়া সাকিনস্থ জৈনক মোঃ খোকন মিয়ার বাড়ির পূর্ব পাশে পাথরপাড়া হইতে জিলসতলাগামী পাঁকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৪ সদস্যকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেন। উক্ত ডাকাতগন তাদের দলীয় অপরাপর ডাকাতদের সাথে সমবেত হয়ে মাধবদী এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো কিসমত বানিয়াদী গ্রামের আমান উল্লাহর ছেলে আহমাদুল্লাহ(২০), কুড়েরপাড় গ্রামের আলতাফ হোসেন এর ছেলে মোঃ সাকিব(২১), বিরামপুর এলাকার কিসলুসিকদার এর ছেলে সাহাদাত সিকদার, কুড়েরপাড় গ্রামের জাহের আলীর ছেলে নয়ন মিয়া (১৯)।