1. masudkhan89@yahoo.com : admin :
  2. narsingdirawaaz1@gmail.com : Narsingdir Awaaz : Narsingdir Awaaz
শিরোনাম : :
মাধবদীতে ফিলিস্তিনের পক্ষে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ মিছিল বনাইদ গ্রামকে মাদকমুক্ত করতে মাদক বিরোধী প্রচারণা প্রতিভা আদর্শ বিদ্যানিকেতনে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাধবদীতে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ আহত ১০ চৌয়া দারুল হুদা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নতি কল্পে মতবিনিময় ও আলোচনা সভা মেহেরপাড়া ইউনিয়নবাসীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন আব্দুর রশিদ মিয়া মাধবদীর কবিরাজপুরে হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের ১০৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষিত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ড. আব্দুল মঈন খাঁন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ মাধবদীর খোর্দ্দনওপাড়ায় সন্দেহের বশবর্তী হয়ে প্রতিবেশীর বাড়িঘর ভাংচুর, মারধর ও লুটপাট, থানায় অভিযোগ।

নরসিংদীতে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী কর্তৃক ঠিকাদার শারীরিক নির্যাতনের শিকার

  • আপডেট সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২৪৪ জন দেখেছেন

মনিরুজ্জামান,নরসিংদীঃ

নরসিংদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান কর্তৃক একই বিভাগের তালিকাভুক্ত প্রথম শ্রেণীর একজন ঠিকাদার শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ঠিকাদারী সংস্থা জননী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাইয়ুম এ অভিযোগ করেন। বৃস্পতিবার(২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগকারী জানান। অভিযোগকারী জানান তিনি তার মালিকানাধীন জননী এন্টারপ্রাইজ ছাড়াও হাসান ট্রেডার্স নামে ব্রাহ্মনবাড়ীয়ার একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামেও সিডিউল ক্রয়সহ ট্রেন্ডার ড্রপ করেন তিনি। বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের নামে ৩০ লাখ টাকার একটি বিলে চেক ইস্যূ হওয়ার কথা ছিল। তার পায়ে সমস্যা দেখা দেওয়ায় তিনি চেক’র খোঁজ নিতে লুঙ্গি পরেই উক্ত দপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান’র কক্ষে প্রবেশ করেন এবং তার কাছ থেকে চেক রেডি হয়েছে কিনা জানতে চান। এসময় প্রকৌশলী তার উপর উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রকৌশলী তার সামনে থাকা চেয়ার দিয়ে ঠিকাদার কাইয়ুমকে সজোড়ে আঘাত করেন। এ অবস্থায় ওই কার্যালয়ের পিয়নসহ অন্যান্য লোকজন এসে ঠিকাদার কাইয়ুমকে বের করে দিলেও নিজের ক্রোধকে সংবরণ করতে পারেনি প্রকৌশলী আসাদুজ্জামান। তিনি তার পিছনে ছুটে গিয়ে সিঁড়িতে দুই দুইবার ঠিকাদার কাইয়ুমকে লাথি মারে। এসময় নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে যেতে থাকলে আসাদুজ্জামানও তার পিছনে দৌড়ে প্রধান ফটক পর্যন্ত চলে যায় বলে জানান ঠিকাদার কাইয়ুম। এঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রকৌশলী আসাদুজ্জামান’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। প্রকৌশলীকে কাইয়ুমের পিছন থেকে ধাওয়া দিয়ে ছুটে যেতে দেখেছে বলে জানান এলজিইডি কার্যালয়ের বাহিরে থাকা সিকিউরিটি গার্ডরা। এঘটনার পর থেকেই এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান গা ঢাকা দিয়েছে।তার সাথে কথা বলতে তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে সিনিয়র সহকারী প্রকৌশলী মো: তোফাজ্জল হোসেন’র কক্ষে গেলে তিনি সাংবাদিকদের দেখে বাথরুমে চলে যান। এসময় তার কক্ষে চারজন ঠিকাদার অবস্থান করছিল। এ ব্যাপারে ওই কক্ষে অবস্থান করা জেলার প্রথম শ্রেণির ঠিকাদার ফারুখ উদ্দিন সরকার’র কাছে জানতে চাইলে তিনি সবে মাত্র এসেছেন তাই এব্যাপারে তিনি কোন কিছু অবগত নন বলে জানান। নির্বাহী প্রকৌশলী কর্তৃক ঠিকাদার লাঞ্চিত ও মারধোরের শিকার এমন প্রশ্নের জবাবে অপর ঠিকাদার কামাল হোসেন বলেন, এমন কোন ঘটনা তিনি জানেন না। সত্যিই যদি এমন ঘটনা ঘটে থাকে তবে তা নিন্দনীয় বলে জানান তিনি। এদিকে বাথরুমে কিছুটা সময় কালক্ষেপন করার পর সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে চড়ে বসেন সিনিয়র সহকারী প্রকৌশলী মো:তোফাজ্জল হোসেন’। তার কক্ষে দুইজন ঠিকাদারের বক্তব্য নেওয়া এবং কার অনুমতিতে কক্ষের ছবি তোলা হয়েছে এর কারণ জানতে চান তিনি। এসময় সাংবাদিকরা তার কথা আমলে না নিয়ে অপ্রীতিকর ঘটনাটি কিভাবে ঘটলো, কোথায় ঘটল এমন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। প্রশ্নের জবাবে এমন কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের মুখে ঘটনার সত্যতা স্বীকার করতে বাধ্য হন তিনি।পরে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামানের ০১৭০৮১২৩২২১ এই মুঠোফোন নাম্বারে ফোন করলে তার চাচা মারা গেছে তিনি এখন হাসপাতালে আছে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর রিসিভ করেন নি। #মনিরুজ্জামান নরসিংদী ০১৭১১-৪৫৫৩৭৩ ২৫-০৩-২২

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২১ নরসিংদীর আওয়াজ
Site Customized By Rahat IT Ltd.